
ওঙ্কার বাংলা ডেস্ক: কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভির আসন থেকে উদ্ধার হল টাকার বান্ডিল। তবে ওই টাকা তাঁর নয় বলে দাবি করেছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি তিনি বৃহস্পতিবার মাত্র ৫০০ টাকা নিয়ে সংসদে গিয়েছিলেন। টাকা উদ্ধারের ঘটনাটি শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় রাজ্যসভায় উপস্থিত সদস্যদের জানান। এদিন অধিবেশন শুরু হতেই ধনখড় জানান তিনি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। কোথা থেকে এই টাকা এল, কার টাকা তা জানার জন্য ইতিমধ্যে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান ধনখড় জানান, নিয়মমাফিক তল্লাশি চলানো হয় রাজ্যসভায়। বৃহস্পতিবার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর এই তল্লাশি চালানো হয়। সেই সময় ২২২ নম্বর আসন থেকে টাকার বান্ডিল উদ্ধার হয়। রাজ্যসভায় ২২২ নম্বর আসনটি অভিষেক মনু সিঙ্ঘভির জন্য নির্দিষ্ট রয়েছে। প্রসঙ্গত তেলঙ্গানা থেকে নির্বাচিত সিঙ্ঘভি। অন্যদিকে বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সিঙ্ঘভির দল কংগ্রেসও।