
আশীষ মন্ডল:বীরভূম:
অনুব্রত বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। উনি যদি শুভেন্দু,অজিত পাওয়াদের মতো বিজেপি তে যোগ দিতেন তাহলে জেল খাটতে হতোনা।বুধবার দলীয় কর্মসূচীতে বীরভূমে এসে অনুব্রত মণ্ডলের হয়ে ফের সওয়াল করলেন অভিষেক বন্দোপাধ্যায় । এছাড়াও নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন যাদের প্রকাশ্যে টাকা নিতে দেখা গেছে তারা বিজেপিতে যোগ দিয়ে ছাড় পেয়ে গেছে