
নিজেস্ব প্রতিনিধি,উত্তরাখণ্ডঃ ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। বরযাত্রী বোঝাই বাস খাদে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৩০ জনের। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
উত্তরখন্ড প্রশাসন সূত্রে খবর, হরিদ্বারের লালধাং থেকে পাউরির বিরনখাল গ্রামে যাচ্ছিল বরযাত্রীবোঝাই বাসটি। কনের বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক। ২০০ ফুট গভীর একটি খাদে গড়িয়ে পড়ে বাস। জানা গিয়েছে, বাসে ছিলেন ৪০ থেকে ৫০ জন। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে অন্তত ৩০ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।