
বিক্রমাদিত্য বিশ্বাস, উত্তর দিনাজপুরঃ লরি পিষ্ট হয়ে মৃত্যু হল দুই নাবালকের। ঘটনাটি ঘটেছে হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয় মাঠে। স্থানীয় সূত্রে খবর বিদ্যালয়ের মাঠে সন্ধ্যায় আড্ডা দিচ্ছিল স্থানীয় বেশ কয়েকজন কিশোর। সেই সময় একজন ড্রাইভার লরিটি কে বিদ্যালয়ের মাঠে ঘোরানোর জন্য নিয়ে যায়।অভিযোগ হর্ণ না বাজিয়ে হঠাৎ করেই গাড়িটি দ্রুত গতিতে পেছনের দিকে ধেয়ে আসায় ২ জন চাকায় পিষ্ঠ হয়ে যায়। ওই ড্রাইভার এর দৃষ্টান্তমূলক শাস্তি চ্য়েছে মৃত দুই নাবালকের পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করছে চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়।