
ওঙ্কার বাংলা ডেস্ক: পণের দাবিতে বধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ, পণের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন প্রায়শই চাপ দিত ঐ গৃহবধূর উপর । বছর তিনেক আগে কন্যা সন্তান জন্ম দেওয়ার পর তার উপর প্রথম অ্যাসিড হামলা হয়েছিল। সেই সময় বিষয়টি নিয়ে থানা পুলিশ করেননি আক্রান্ত ওই মহিলা।দুই পরিবার বসে বিষয়টি মিটমাট করে নিয়েছিল। স্বামীর পরিবারের তরফে আশ্বস্ত করা হয়েছিল, এই ধরণের ঘটনা আর ঘটবে না। কিন্তু অভিযোগ, তার পরেও ওই বধূর উপর নানারকমভাবে নির্যাতন চালাতেন শ্বশুরবাড়ির লোকজন। সম্প্রতি পণের দাবিতে আবার তার উপর অ্যাসিড হামলা করে। তবে প্রথম বার আইনি পদক্ষেপ না করলেও এবার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন ঐ বধূ ।
জানা গিয়েছে, বুলন্দশহরের বাসিন্দা ওই মহিলার বিয়ে হয় ১১ বছর আগে। নির্যাতিতা বধূর আরও অভিযোগ, দু’বছর আগে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু সেই সন্তানকে বিক্রি করে দেয় শ্বশুরবাড়ির লোকজন। শুধু তাই নয় মহিলার স্বামী সম্প্রতি অন্য একটি মেয়ের সঙ্গে থাকতে শুরু করেছিল। সম্প্রতি মহিলার অভিযোগ প্রসঙ্গে বুলন্দশহরের পুলিশ সুপার শ্লোক কুমার জানান, মহিলা এবং তাঁর বাবা একটি অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।