
নিজস্ব প্রতিনিধিঃ আদানি ইস্যুতে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ফের তলব এথিক্স কমিটির। এর আগে ৩১ অক্টোবর মহুয়াকে তলব করেছিল এথিক্স কমিটি। যদিও সেদিন যেতে পারছেন না বলে কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন তিনি। হাজিরার জন্য কিছুটা সময়ও চেয়েছিলেন। মহুয়া মৈত্র চিঠিতে লিখেছিলেন, আগামী ৪ নভেম্বর পর্যন্ত তাঁর লোকসভা কেন্দ্রে পূর্ব ঘোষিত কর্মসূচী রয়েছে। তাই তাঁকে সেখানে উপস্থিত থাকতেই হবে। তাই তিনি ৩১ তারিখ দিল্লিতে থাকতে পারছেন না। ৫ নভেম্বরের পর তাঁকে কমিটির সুবিধা অনুযায়ী যে কোনও দিন, যে কোনও সময় ডাকা হলে তিনি হাজির হবেন। ওই চিঠিতে মহুয়া এ-ও মনে করিয়ে দিয়েছিলেন যে, তিনি এ বিষয়ে নিজের বক্তব্য কমিটির সামনে বলতে আগ্রহী। সাংসদের চাওয়া নির্ধারিত সময়ের আগেই তাঁকে আবার তলব করা হয়েছে এথিক্স কমিটির পক্ষ থেকে। আগামী ২ নভেম্বর সকাল ১১টায় মহুয়াকে সংসদের এথিক্স কমিটির ঘরে হাজিরা দিতে হবে।