
ওঙ্কার ডেস্ক:প্রচার চলাকালীন অধীর চৌধুরী কে গো ব্যাক স্লোগান,পালটা ওই যুবকদের মারধোর করার অভিযোগ অধীরের বিরুদ্ধে।উত্তেজনা বহরমপুর এলাকায়।প্রত্যেকদিনের মতোই শনিবার সকালে কর্মী ও সমর্থকদের নিয়ে বহরমপুরে ভোট প্রচার করছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।আচমকাই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে কয়েকজন যুবক।এর পরেই ওই যুবকদের দিকে তেড়ে যান অধীর।এবং মারধোর করেন বলে অভিযোগ।তবে মারধোর করার কথা অস্বীকার করেছেন অধীর চৌধুরী।তিনি সংবাদমাধ্যমকে বলেন কয়েকজন মদ্যপ যুবক ,ঝামেলা করেছিল,তিনি প্রতিবাদ করেছিলেন।মারধোর করার কোনো ঘটনা ঘটেনি।পর পুলিশ এসে ওই যুবকদের গ্রেফতার করেছে।