
ওঙ্কার ডেস্ক : বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে শুরু কৃতিত্ব-তরজা। এবার এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য, ‘এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কংগ্রেস আমলে। ইউপিএ সরকারের শেষ বাজেটে ১০০ কোটি টাকা এই মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল’। পাশাপাশি তাঁর দাবি, সেই সময়কার কেন্দ্র সরকার এবং রাজ্যের বাম সরকার মিলে এই মেট্রোর পরিকল্পনা করেছিল।