
নিজস্ব প্রতিনিধি, বহরমপুরঃ নশিপুর রেল সেতুর কৃতিত্ব কার! তা কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই দীর্ঘ দিনের। এবার নসিপুর আজিমগঞ্জ রেল সেতু পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে শুনতে হল, ‘গো ব্যাক’ স্লোগান।
রেলের আধিকারিকদের সঙ্গে নসিপুর আজিমগঞ্জ রেল সেতু পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী। বিজেপির তরফ থেকে তাকে কালো পতাকা দেখানো হয়। ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে মুর্শিদাবাদের বিজেপি নেতা ও কর্মীরা। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমি সরকারি কাজে এসেছি পাবলিক একাউন্টস কমিটির আমি চেয়ারম্যান। সে কারণেই রেল আধিকারিকদের সঙ্গে আমার এখানে আসা এখানে কোন রাজনৈতিক কাজে আসিনি।
নশিপুর রেল সেতুর কৃতিত্ব কার! তা কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই দীর্ঘ দিনের। আর এই ইস্যুতে বারবার বাক যুদ্ধে জড়িয়ে পরে দুই দলের নেতা কর্মীরা। এদিন ব্যতিক্রম হল না। শিয়ালদহ শাখার ডিআরএম সহ রেলের একাধিক কর্তার সামনে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে শুনতে হল, ‘গো ব্যাক’ স্লোগান।