
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ বুধবার পার্লামেন্টের এনেক্স হলে প্রিভিলেজ কমিটির মুখোমুখি হতে চলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রসঙ্গত, গত বাদল অধিবেশনের শেষলগ্নে মণিপুরের ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অন্ধ রাজা’ এবং ‘নীরব মোদি’ বলে লোকসভায় কটাক্ষ করেছিলেন অধীর। এরপর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ এবং মন্ত্রীদের বিরক্ত করার অভিযোগে লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়। লোকসভাযর ইতিহাসে এই প্রথম বার কোনও বিরোধী দলনেতাকে সাসপেন্ড হয়।
অধীর চৌধুরীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগও আনা হয়। সেই সূত্রে গত ১৮ অগাস্ট প্রবীন বিজেপি সাংসদ সুশীল কুমার সিংয়ের নেতৃত্বাধীন লোকসভার প্রিভিলেজ কমিটির বৈঠকে উত্থাপিত হয় অধীর চৌধুরীর সাসপেনশন ইস্যু। বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে এভাবে লোকসভা থেকে বহিষ্কার করায় প্রতিবাদে সরব হয়েছিলেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। এই সূত্রে বুধবার ৩০ অগাস্ট সাসপেনশন নিয়ে নিজের বক্তব্য রাখার জন্য প্রিভিলেজ কমিটিতে তলব করা হয়েছে অধীরকে।
অসংসদীয় আচরণের অভিযোগ এনে অধীর চৌধুরীকে ক্ষমা চাইতে হবে, এই দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। কিন্তু সেই সময়ই অধীর চৌধুরী সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি ক্ষমা চাইবেন না। আজ প্রিভিলেজ কমিটির মুখোমুখি হবেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই তাঁর বক্তব্য শোনা হবে এবং সেই অনুযায়ী সাসপেনশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, আদালতের নিয়ম অনুযায়ী, কোনও সংসদ বা বিধায়কের সাসপেনশন শুধুমাত্র সংশ্লিষ্ট অধিবেশনেই প্রযোজ্য হয়।