
স্পোর্টস ডেস্ক :এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে পড়ল মোহনবাগান। টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস হয় শুক্রবার। তাতে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে কাতারের আল ওয়াকরাহ এসসি, ইরানের ট্যাক্টর এফসি এবং তাজিকিস্তানের ক্লাব এফসি রাভশান। তিন দলই এশিয়ার শক্তিশালী ক্লাবদলগুলোর মধ্যে অন্যতম। ম্যাচের দিন এখনো স্থির হয়নি। তবে সেপ্টেম্বরে ট্র্যাক্টর এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ দিয়ে শুরু হতে পারে মোহনবাগানের অভিযান। ১৭ কিংবা ১৮ সেপ্টেম্বর হতে পারে খেলা। মোহনবাগানের লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে ভালো খেলা। সে’কারণেই সেরা বিদেশিদের নিয়েই দল সাজিয়েছে বাগান। আইএসএলের পাশাপাশি এবার এসিএল-টু’তেও খেলতে হবে বাগানকে।