
স্পোর্টস ডেস্ক:১৪ অগাস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের প্রিলিমিনারি স্টেজে তুর্কমেনিস্তানের এফসি অলটিন আসিরের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এরপরেই কি ১৮ অগাস্ট ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হতে হবে লাল-হলুদ ব্রিগেডকে? অসমর্থিত সূত্রে খবর, এবারের ডুরান্ড কাপেও একই গ্রুপে থাকছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। এই গ্রুপের বাকি দুই দল হতে চলেছে ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি ও শ্রীনগরের দল ডাউনটাউন হিরোজ এফসি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলার চারদিনের মধ্যেই কলকাতা ডার্বি খেলতে হলে ক্লান্তির জন্য ক্লেইটন সিলভা, মাদি তালালরা সেরা পারফরম্যান্স না-ও দেখাতে পারেন বলে আশঙ্কায় ইস্টবেঙ্গল সমর্থকরা। এই কারণে তাঁরা ডুরান্ড কাপের সম্ভাব্য সূচি নিয়ে ক্ষুব্ধ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে ভারতের প্রতিনিধিত্ব করবে ইস্টবেঙ্গল। সে কথা মাথায় রেখেই ডুরান্ড কাপের সূচির দাবি লাল-হলুদ জনতার।গতবছর গ্রুপের ডার্বিতে জিতলেও ফাইনালে হারতে হয় ইস্টবেঙ্গলকে।