
স্পোর্টস ডেস্ক : স্বপ্ন শেষ। এএফসি এশিয়ান কাপে পরের রাউন্ডে যাওয়ার আশা আগেই শেষ হয়েছিল। এবার সম্মান রক্ষার ম্যাচেও হার দিয়েই এএফসি এশিয়ান কাপ শেষ করল ভারত। ম্যাচের ফলাফল ১-০।
২ মিনিটের মাথাতেই রাহুল ভেকে প্রথম হলুদ কার্ড দেখলেন। ৪ মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন মহেশ। তবে সিরিয়ার গোলরক্ষককে টপকাতে পারেননি তিনি। সিরিয়ার হাম লং রেঞ্জের একটি বল মারলেন। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হল। ১৯ মিনিটে দুরন্ত গুরপ্রীতআপুইয়া নিজের জায়গা হারান, হাম লং রেঞ্জের শট নেন, নিশ্চিত গোল বাঁচান গুরপ্রীত।২৪ মিনিটে অল্পের জন্য মিস করলেন সুনীল ছেত্রী সিরিয়ার বক্সে পৌঁছে গিয়েছিলেন সুনীল। ভাসানো বল তাঁর কাছে এসেছিল তবে তিনি হেডটি মিস করেন।২৮ মিনিটে VAR এর আবেদনভারতীয় বক্সে টাংরি ট্যাকল করলেন, একটি সম্ভাব্য পেনাল্টি চেক করা হল। VAR এটিকে ভারতীয় দলের পক্ষে ফল দেয়। সিরিয়া কর্ণার পায়। । প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এসে চোট পান সন্দেশ ঝিঙ্গান।প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ব্যবধানে।দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ করতে শুরু করেছে সিরিয়া। ৫৪ মিনিটে সাইড লাইনে দাঁড়িয়ে মেজাজ হারিয়ে নানা মন্তব্য করেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ । চতুর্থ রেফারি ও লাইনসম্যানের সঙ্গে তর্ক করছিলেন। শেষ পর্যন্ত রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান ।৬২ মিনিটে সহজ সুযোগ গোলের মিস করে সিরিয়া। সহজ গোল মিস করেন খরবিন। আকাশ মিশ্র নিজের বক্সে ড্রিবলিং করতে গিয়ে ভুল করে বসেন। বল যায় সিরিয়ার ফুটবলারদের পায়ে। সেখান থেকে একটি ক্রস সঠিক হেড করতে ভুল করেন খরবিন।৬৪ মিনিটে জোড়া পরিবর্তন করেন স্টিমাচ।সাহল আব্দুল সামাদ ও সুরেশ ওয়াংজামকে নামানো হয়
তুলে নেওয়া হয় মনবীর সিং আর দীপক টাংড়িকে।৭৪ মিনিটে নিশ্চিত একটি গোল দারুনভাবে বাঁচান গুরুপ্রীত। তবে কিছু পরেই প্রতিহত হন।৭৬ মিনিটে গোল হজম করে ভারত। গোল করে যান খারবিন।গোল খেয়ে দিশেহারা হয়ে যায় ভারত।৮১ মিনিটে অনিরুদ্ধ থাপাকে নামানো হয় আপুইয়ার জায়গায়।ম্যাচের অতিরিক্ত ৭ মিনিট সময় দেওয়া হয়।লাভ হয়নি ভারতের। গোল করতে পারেনি টিম ইন্ডিয়া। আবার স্বপ্ন দেখা শুরু পরের এশিয়া কাপে কোয়ালিফাই করার।