
স্পোর্টস ডেস্ক : এবারে কলকাতা লিগে মাঠে না নামার সিদ্ধান্ত মোহনবাগানের। এই মুহূর্তে কলকাতা লিগ, ডুরান্ড কাপ ও এএফসি কাপ খেলছে গঙ্গাপাড়ের ক্লাব । এএফসি আর ডুরান্ড কাপে সিনিয়র দল আর লিগে জুনিয়র দল নামাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড।কিন্তু সুমিত রাঠি, হামতের মত ফুটবলার আগামী বছর ভারতের এশিয়ান কাপের ক্যাম্পে যাবেন । ক্যাম্প চলবে ২ সপ্তাহের মত। সেই কারণে লিগে আর নামবে না টিম বাগান। যদিও লিগের আর তিনটে ম্যাচ বাকি মোহনবাগানের। ওয়াকওভার পেয়ে গেলে সুপার সিক্স খেলা হবে না বাগানের। যদিও দিশেহারা আইএফএ কর্তারা এখনও মোহনবাগানকে নামানোর চেষ্টা করছেন। এদিন ক্লাবে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানালেন, আমাদের চারটে প্লেয়ার নেই, জাতীয় দলে চলে গিয়েছে। সুহেল ভাট, সুমিত রাঠি, হামতে সহ চারজন চলে গিয়েছে জাতীয় দলে। আমার বেঞ্চের শক্তি ভারতীয় শিবিরে চলে গেছে। মুম্বই প্লেয়ার ছাড়েনি। আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে আছি। আমাদের সমস্যা আছে, তারমধ্যে থেকে লড়াই করতে হবে। ডুরান্ডের পর ৯ জন প্লেয়ার চলে যাবে। এরমধ্যে ৬ জন বিদেশি। ১০ জন প্লেয়ার নিয়ে কলকাতা লিগ খেলব! যতক্ষণ না প্লেয়ার ফিরছে ততক্ষণ কলকাতা লিগ খেলার প্রশ্ন নেই।’ গতবারও নানা অজুহাতে লিগে নামেনি মোহনবাগান। আইএফএ কোনো শাস্তি দেয়নি। ফের লিগ খেলায় অনীহা ক্লাবের।রবিবার মুম্বই এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপে নামছে টিম বাগান। অনেকদিন মুম্বইকে হারায়নি সবুজ মেরুন ব্রিগেড। এদিন দেবাশিস জানালেন,এটিকে মোহনবাগান, মোহনবাগান সুপার জায়ান্টস, মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাব সবটাই সমান। নামে কিছু আসে যায় না, ক্লাবটা একই। গতবার হেরেছি, এবার ভালো খেলতে হবে। ইস্টবেঙ্গলও তো এতদিন হারের পর ডার্বি জিতেছে। আমরাও জিতব।ভারতের অন্যতম সেরা দল ওরা। আমরা সেরা দলের বিরুদ্ধে খেলতে যাচ্ছি।’