
স্পোর্টস ডেস্ক : কামিন্স, সাদিকুদের সময় দেওয়ার পক্ষে জুয়ান ————–ডার্বিতে হারের ঘা এখনও শুকোয়নি। এই অবস্থায় বুধবার যুবভারতীতে এএফসি কাপে মাচিন্দ্রা এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ম্যাচের আগে সোমবার যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দ জানালেন,’সত্যি বলতে ডুরান্ড কাপ একটা অন্য টুর্নামেন্ট আর। আর এএফসি একেবারে আলাদা প্রতিপক্ষ পরিস্থিতি সবকিছু আলাদা। ডার্বিতে হার কোনো প্রভাব ফেলবে না। ভুলত্রুটি গুলো শুধরে জয়ের লক্ষ নিয়ে নামবো।’ কামিন্স, সাদিকুদের মত বিদেশীরা এএফসিতে কেমন খেলবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে সবুজ মেরুন অনুরাগীদের। তবে জুয়ান জানালেন,দলের জয়ে অবদান রাখতে পারে বিদেশিরা, কারণ ওরা অভিজ্ঞ। কিন্তু ওরা একার হাতে ম্যাচ জিতিয়ে দেবে এই প্রত্যাশা সব সময় করা উচিত নয়। আমার দলের সব ফুটবলার গুরুত্বপূর্ণ। দল নির্বাচনের সময় কে কোন দেশের হয়ে খেলে সেটা বড় বিষয় নয়।এখনই বলা যাবে না দুই বিদেশি কেমন। সবে গত সপ্তাহে দলে যোগ দিয়েছে ওরা। কামিন্স ডার্বিতে ২০ মিনিট খেলেছে। সাদিকু আর একটু বেশি খেলেছে। এখন ওদের ছন্দে ফিরিয়ে আনাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আমি জানি সমর্থকরা কামিন্স এবং সাদিকুর ভাল খেলা দেখতে মুখিয়ে রয়েছেন। সবাইকে বলব, অপেক্ষা করুন। মরসুমের শুরুতেই সবার কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা যায় না। তার উপর নতুন দেশে এসেছে। মানিয়ে নিতে একটু সময় লাগবেই।”
অন্যদিকে নিজেদের দলের থেকে মোহনবাগান’কে এগিয়ে রাখেলন মাচিন্দ্রা এফসি’র কোচ কিশোর কুমার। তিনি বললেন, “মোহনবাগানের আক্রমণ ভাগ শক্তিশালী। বেশ কিছু ভাল বিদেশি ফুটবলার রয়েছে। তাই রক্ষণ মজবুত করতে হবে। আশা করি, আমাদের দল ভাল পারফরম্যান্স করতে পারবে।”