
রান্নার গ্যাসের দাম কমেছিল আগেই। স্বস্তি মিলেছিল গৃহস্থদের। এবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও দাম কমতে চলেছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সূত্রে খবর, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার প্রতি ১৫৮ টাকা দাম কমতে চলেছে। নতুন দামে শুক্রবার থেকেই গ্যাস সিলিন্ডার মিলবে। রাজনৈতিক মহলের ধারনা পাঁচ রাজ্যের বিধানসভা ভোট এবং লোকসভা ভোটের আগে ব্যবসায়ীদের স্বস্তি দিতে এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, গত মঙ্গলবার গৃহস্থের হেঁশেলে ব্যবহৃত ১৪ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর বিষয়টিতে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ২০০ টাকা কমেছিল। উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা কমেছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টুইট করে জানিয়েছিলেন, রাখি এবং ওনাম উপলক্ষ্যে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।