
নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বাতাসে বইছে বিষ। দিল্লির বাতাসে একিউআইয়ের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ায় বাড়ছে শ্বাসকষ্ট, হৃদরোগ জনিত সমস্যা। দূষণে জেরবার দিল্লি। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন পরিবেশ মন্ত্রক থেকে চিকিৎসকরা। শনিবার দিল্লির বিষ গ্রাস করল তাজমহল কে। এদিন বায়ু দূষণের মাত্রা বৃদ্ধির কারণে আগ্রার তাজমহল একটি কুয়াশার স্তরে সৃষ্টি করেছে। সকাল নটা বেজে ১০ মিনিটে onkar only truth এর ক্যমেরা পার্সেন অভয় সিং এর ক্যমেরা বন্দি করা সেই ভিজুয়াল। এদিন বেলা পর্যন্ত তাজমহল দৃশ্যমানতা ছিল খুব কম। মৌসম ভবন সূত্রে খবর অগ্রায় প্রতি ঘনমিটার বাতাসে ধূলিকণার পরিমাণ ২.৫-এর সামান্য কম বলে খবর।