
এয়ার ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে বিমান সংস্থা ভিস্তারা। শুক্রবার এ নিয়ে সবুজ সংকেত দিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। সংস্থার তরফে টুইট ওরফে এক্স প্লাটফর্মে জানানো হয়েছে, টাটার মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সঙ্গে হাত মেলাচ্ছে ভিস্তারা। SIA Airlines-এর সঙ্গে সংযুক্তি ঘটছে ভিস্তারার। বর্তমানে এই সংস্থার ৫১ শতাংশ শেয়ার রয়েছে টাটাদের হাতে। বাকি ৪৯ শতাংশের অংশীদার সিঙ্গাপুর এয়ার লাইন্স। ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া মিশে যাওয়ার অর্থ সিঙ্গাপুরের হাতে থাকবে মাত্র ২৫.১ শতাংশ।