
অপরূপা কাঞ্জিলাল: ৫০ বছর বয়সে তিনি যখন প্যারিসে ফ্যাশনের মঞ্চে এলেন, তাঁর থেকে চোখ সরানো ছিল দুষ্কর ৷কনফিডেন্ট একইসঙ্গে এলিগ্যান্ট লুকে লরিয়াল প্যারিসের হয়ে প্রতিনিধিত্ব করেন অ্যাশ। ঐশ্বর্য রাই নামটিই যথেষ্ট সৌন্দর্যকে বিবরণ দিয়ে বোঝানোর জন্য। আর তাঁর কাছে বয়সও যেন শুধুই নম্বর। যদিও আলাদা করে বয়স আটকে রাখার কোনো চেষ্টাই করতে তাকে দেখা যায় না। তিনি যেখানে দাঁড়ান সেই জায়গায় তাঁর রূপের আলোয় আলোকিত হয়ে ওঠে। প্রতিবছরই প্যারিস ফ্যাশন উইকে তাঁর মোহময়ী উপস্থিতি আলাদা করে নজর কাড়ে। অন্যথা হয়নি এবারও।প্যারিস ফ্যাশন উইকে লাল পোশাকে বিশ্ববাসীকে কাবু করলেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ ব্যক্তিগত জীবনে অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও ঐশ্বর্য রাই নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্ন কাজের মধ্যে৷ মনোমুগ্ধকর প্যারিশ ফ্যাশন গালায় প্রাক্তন বিশ্বসুন্দরী আরও একবার প্রমান করেছেন তিনি ‘কুইন অফ বিউটি’। কিনতু যখন ফ্রেঞ্চ দর্শকদের উদ্দেশ্যে ভারতীয় সংস্কৃতি মেনে সকলকে নমস্কার জানান তখন জেন আলাদাই এক আবেগন স্মৃতি উপহার দিয়ে গেলেন তিনি। র্যাম্প থেকে তিনি ওই ফ্যাশন শো তে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘নমস্তে’।ভিডিয়ো সামনে আসার পর মুগ্ধ হন অনুরাগী থেকে নেটিজেনরা ৷ ভারতীয় সংস্কৃতি এত সুন্দরভাবে সকলের সামনে তুলে ধরায়, অ্যাশের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। প্রসঙ্গত উল্লেখ্য বরাবরই রাই সুন্দরীকে দেশের মধ্যে হোক বা দেশের বাইরে নিজের সংস্কৃতিকে সম্মান করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি এই শিক্ষা তিনি তাঁর মেয়ে আরাধ্যকেও দিয়েছেন যা বিভিন্ন সময় ক্যামেরাবন্দি হয়েছে।