
তামসী রায় প্রধানঃ বছর ঘুরলে লোকসভা নির্বাচন। তার আগে বদলাচ্ছে, দ্রুত বদলাচ্ছে। বাংলার পাহাড়ের রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি কংগ্রেসে সঙ্গে হাত মিলিয়েছেন বিনয় তামাং। ফের বহুদিন পর দুই পাহাড়ি জেলায় পতপত করে উঠছে কংগ্রেসের পতাকা। দার্জিলিং কালিংপং এর পাহাড়ে নড়েচড়ে বসেছে কংগ্রেস। এবার জিএনএলএফ নেতা মহেন্দ্র ছেত্রী এবং হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড পা বাড়ল কংগ্রেসের দিকে! মঙ্গলবার দিল্লিতে রাহুল গান্ধির সঙ্গে এক প্রস্ত বৈঠক করেছেন তাঁরা আলাদা আলাদা ভাবে।
অজয় এডওয়ার্ড দীর্ঘ সময় জিএনএলএফ দলে ছিলেন। কিছুদিন আগেই নিজের দল হামরো পার্টি গঠন করেন। দার্জিলিং পুরসভার নির্বাচনে ক্ষমতা দখল পর্যন্ত করেছিল অজয়ের হামরো পার্টি । কিন্তু কাউন্সিলরদের দলবদলের জেরে সেই ক্ষমতা হাতছাড়া হয়। কিন্তু পাহাড়ের রাজনীতিতে জায়গা করে নিতে সক্ষম হন অজয়। এদিনের বৈঠকের পর স্পষ্ট, সেই অজয়কেই এবার নিজেদের শিবিরে টানতে চাইছে কংগ্রেস।
বিনয়ের ওপরই ভর করে পাহাড়ে কংগ্রেসের দাপট ফেরাতে চাইছে রাহুল অধীর ব্রিগেড। এবার অজয় দের সঙ্গে কথা বলে কংগ্রেস নেতৃত্ব বুঝে নিতে চাইছে লোকসভায় পাহাড়ি ফসল তুলতে পারবে কিনা! সূত্রের খবর, রাহুলের সঙ্গে বৈঠকে তাঁরা কথা দিয়েছে, দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিনয় তামাং ‘হাত’ চিহ্ন নিয়ে ভোটে দাঁড়ালে অজয় এডওয়ার্ডরা সকলেই কংগ্রেসকে সমর্থন করবে।