
স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হয়ে সেই দলের চিত্র পাল্টে দেন প্রাক্তন ভারতীয় অল রাউন্ডার অজয় জাদেজা। একটুর জন্য বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে পারেনি আফগানরা। এবার তার পরিকল্পনা কী! পাকিস্তান ক্রিকেটও খারাপ সময়ের মধ্যে রয়েছে। তাঁদের দেশের কি কোচ হবেন জাদেজা! এদিন এক সাক্ষাৎকরে জাদেজার উত্তর,পুরোপুরি প্রস্তুত।‘আমার যেটুকু শিক্ষা, আফগানদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমার বিশ্বাস, পাকিস্তানও একটা সময় আফগানিস্তানের মতোই ছিল।’ যদিও জাদেজার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভবনা এই মুহূর্তে নেই। পাকিস্তান যদি রাজিও থাকে। ২ দেশের এই মুহূর্তে রাজনৈতিক যা সম্পর্ক সেটা হবে না।