
ওঙ্কার ডেস্ক: আকাশতীর। ভারতের আত্মরক্ষায় সুরক্ষার প্রাচীর। ৯ এবং ১০ মে রাতে, যখন পাকিস্তান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ভারতীয় সামরিক ও বেসামরিক এলাকায় আক্রমণ শানাচ্ছে তখন তাদের মোকাবিলা করেছে আকাশতীর।
আকাশতীর পাকিস্তানের সমস্ত বিমানবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র, অন্যান্য মাইক্রো ইউএভি এবং অন্যান্য যুদ্ধাস্ত্র রুখে দিয়েছিল এবং ভারতীয় আকাশসীমায় প্রবেশ করতে বাধা দিয়েছিল। কী এই আকাশতীর? সম্পূর্ণ দেশীয় পণ্য দিয়ে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা। যা ভারতের আত্মনির্ভরতার দক্ষতা তুলে ধরে। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বা ড্রোনকে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করতে বাধা দেয় আকাশতীর। একাধিক ফিড – আবহাওয়া, ভূখণ্ড এবং রাডার ইন্টারসেপ্ট থেকে তথ্য নিয়ে রিয়েল-টাইম সিদ্ধান্ত নেওয়ার, মিশন পুনর্নির্মাণ করার এবং নিজে থেকে আক্রমণ চালানোর ক্ষমতা। পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন যে তারা এর আগে কখনও এমন কিছু দেখেননি।
আকাশতীর একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে, এটি প্রক্রিয়া করে এবং স্বয়ংক্রিয় ভাবে সিদ্ধান্তের অনুমতি দেয়। আকাশতীর বৃহত্তর C4ISR (কমান্ড, নিয়ন্ত্রণ, যোগাযোগ, কম্পিউটার, গোয়েন্দা, নজরদারি এবং পুনর্বিবেচনা) কাঠামোর অংশ, যা অন্যান্য সিস্টেমের সাথে সমন্বয় করে কাজ করে।
উল্লেখ্য, গত ৭ মে ভোরে অপারেশন সিঁদুর অভিযানের পর পাকিস্তানের তরফে ভারতের বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছিল। যা সামাল দিয়েছিল আকাশতীর। ভারতের নিজস্ব পণ্য দিয়ে তৈরি এমন প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের বিশ্লেষকদের নজর কেড়েছে।