
শঙ্কর সেনগুপ্ত ,আলিপুরদুয়ার: শিশুশিক্ষা কেন্দ্রের ছাদ থেকে পড়ছে জল। যার ফলে ব্যাহত হচ্ছে পঠনপাঠন। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকার অভিভাবকদের মধ্যে। ঘটনাটি আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভল্কা চড়াইমহল শিশুশিক্ষা কেন্দ্রের। ছাদ থেকে জল পড়ে শ্রেণিকক্ষে জল জমে থাকছে। পঠনপাঠন চালানো মুশকিল হয়ে পড়েছে শিক্ষিকাদের। স্কুলের প্রধান শিক্ষিকা জানান শিশুশিক্ষা কেন্দ্রের বারান্দায় কোনও মতে পঠনপাঠন চালু রাখা হয়েছে। কয়েক বছর থেকে এই সমস্যা দেখা যাচ্ছে। বিষয়টি ব্লক প্রশাসন কে লিখিতভাবে জানিও কোন সুরাহা হয়নি অভিযোগ জানান তিনি। এলাকার বাসিন্দা ও অভিভাবকরা বলেন, ‘ছাদ থেকে শ্রেণিকক্ষে জল পড়ছে। বাচ্চাদের ক্লাস করানো মুশকিল হয়ে পড়েছে। যেকোনও সময় ছাদ ভেঙে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ।’ সারাবছর সমস্যা না হলেও বর্ষাকালে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষিকাদের।