
রঞ্জিতা সাউ দত্তঃ আপনি পুরুষ! আপনার বয়স কি ২১ থেকে ৫৯ এর মধ্যে! আপনি শারীরিক সম্পর্ক করতে সক্ষম! তা হলে আপনার জন্য দারুন অফার। নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করতে পারলে আপনি পাবেন ১৩ লক্ষ টাকা। তার বিনিময় অপনাকে খরচ করতে হবে শুধু মাত্র রেজিস্ট্রেশন ফি। যা মাত্র ৭৯৯ টাকা। সঙ্গে আপনার কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য অতিরিক্ত খরচ মাত্র ৫ হাজার টাকা। আর কিছু সিকিউরিটি ফি। এই ধরেনের অফার দিয়েছে ‘অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব এজেন্সি’। এমনই বিজ্ঞাপনে ছেয়ে গেছে নীতীশ কুমারের রাজ্য বিহার।
অবশেষে বিহার পুলিশ অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে। যদিও ‘অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব এজেন্সি’ বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়েছেন বহু পুরুষ। সূত্রের খবর ভুয় সংস্থাটি গত ডিসেম্বর মাসেই প্রায় সাত কোটি টাকা হাতিয়ে নিয়েছে, পুরুষদের থেকে। প্রতারণার এই চক্রের মাথা মুন্না এখনও ফেরার।