
ওঙ্কার ডেস্ক:অভিনেতা অল্লু অর্জুনকে গ্রেফতার করল হায়দ্রাবাদ পুলিশ। গত ৪ঠা ডিসেম্বর পুস্পা ২ সিনেমার প্রিমিয়ারে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে হাজির হয়েছিলেন দক্ষিনী সুপারস্টার আল্লু অর্জুন। তার আসার খবর পেতেই তাকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় তার ভক্তদের মধ্যে, ভেঙে যায় থিয়েটারের লোহার গেট এবং ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা এবং তার অসুস্থ ছেলে এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনার তদন্তের জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি তাদের।
হায়দরাবাদ পুলিশ আগেই জানিয়েছিল, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়েছে , অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি, এছাড়াও মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় এই মামলা রুজু করে পুলিশ এবং তদন্ত শুরু হয়। হায়দরাবাদ পুলিশের ডিসি জানিয়েছিলেন গোটা ঘটনার নেপথ্যে দায়ী যাঁরা, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেই মতোই শুক্রবার হায়দরাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে। হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, “তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।”
গ্রেফতারের পরই চিক্কাদপল্লী থানা ঘেরাও করে আল্লু অর্জুনের ভক্তেরা। উল্লেখ্য, এই মর্মান্তিক ঘটনার খবর কানে পৌঁছতেই অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার।