
নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হলেন উর্দু কবি মুনাওয়ার রানা। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭১ বছর। সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে কবিতা লেখার জন্য জনপ্রিয় ছিলেন মুনাওয়ার রানা। তাঁর কবিতার প্রথম সংকলন আঘাজ। ১৯৭১ সালে এই বই প্রকাশিত হতেই খ্যাতি লাভ করেন তিনি। এরপর সরহদ,মুহাজিরনামা,শাহদাবাসহ একাধিক কবিতার সংকলন প্রকাশিত হয়। তার লেখা মা কবিতাটি উর্দু সাহিত্যে বিশেষ স্থান করে নিয়েছে। প্রয়াত কবি রেখে গেলেন স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেকে।