
স্পোর্টস ডেস্ক :দেশের হয়ে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে অবসর নেবেন সুনীল ছেত্রী। যুবভারতীতে এই বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। টিকিট একপ্রকার নেই। এই অবস্থায় সুনীল ঘিরে আবেগের বিস্ফোরণ। গোটা গ্যালারিতে যেমন সুনীলের মুখোশ দর্শকদের দেবে আইএফএ তেমনই ম্যাচ শেষে ইস্টবেঙ্গল, মোহনবাগান আর আইএফএ সুনীলকে সংবর্ধনাও দেবে। ম্যাচ নিয়ে আগ্রহ প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহাও। এদিন তিনি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক অনুষ্ঠানে বললেন,’ভারতীয় দলের কাছে ম্যাচটা জিতে সুনীলকে ফেয়ারওয়েল দেওয়ার যেমন দারুন সুযোগ তেমনই ম্যাচ জিতলে পরের রাউন্ডে যেতে পারবে। আশা করছি ছেলেরা দুটো কাজই করতে পারবে।’অসাধারণ সার্ভিস ১৯ বছর দেশকে সার্ভিস দেওয়া সেরা ফুটবল খেলাটা মোটেও কম নয়।সুনীলকে নিয়ে আলভিটো জানালেন,’ও পরের দিন সকালে যখন উঠবে আবেগপ্রবণ হবে। আর যখন ভারত ওকে ছাড়া পরের ম্যাচটা খেলবে ওর খারাপ লাগবে। সময় যত যাবে আশা করি মানিয়ে নেবে নিজেকে।’ সুনীলের পরে কে! আলভিটো জানালেন,’সত্যি এই মুহূর্তে কেউ নেই। অনেকে আছে যারা ক্লাব লেভেলে ভালো খেলছে। কিন্তু আইকনিক লেভেলে কেউ নেই। যত তাড়াতাড়ি কেউ উঠে আসবে সুনীলের উত্তরসূরী হিসেবে ততো ভালো।’এদিন ঐতিহ্যশালী সেন্ট জেভিয়ার্স কলেজ (St. Xavier’s College)-এর প্রাক্তনী এবং কলেজের স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত হতে চলা জেভেরিয়ান সকার লিগে অংশ নিতে চলা ক্রেডো অ্যাকলিরেটের জার্সি উন্মোচিত হল বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে।
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক শ্যাম থাপা’র হাত ধরে উন্মোচিত হয় ক্রেডো অ্যাকলিরেটের জার্সি। ভারতীয় ফুটবলের এই কিংবদন্তির পাশাপাশি এ দিনের অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল অ্যালভিটো ডি’কুনহার। প্রাক্তন এই ভারতীয় ফুটবলারকে জার্সি গায়ে দেখা যাবে এই টুর্নামেন্টে। ইস্টবেঙ্গলের জার্সিতে দীর্ঘ সময় দাপিয়ে খেলা অ্যালভিটো’কে মার্কি খেলোয়াড তথা মেন্টর হিসেবে নিযুক্ত করেছে ক্রোডো।
সেন্ট জেভিয়ার্সয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তনীরাও এই টুর্নামেন্টে অংশ নেবে। ৮ জুন এবং ৯ জুন লিগ কাম নক-আউট ভিত্তিতে এই প্রতিযোগীতা আয়োজিত হবে।