
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ সাময়িকভাবে স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা। জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, গত কয়েকদিন ধরে লাগাতার প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। জম্মু-কাশ্মীরের বেশ কিছু জায়গায় পাহাড় থেকে ধসও নেমেছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পুণ্যার্থীদের নিরাপত্তার জন্যই অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি হলেই আবার যাত্রার শুরু হবে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ৭২০০ পুণ্যার্থী বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন। শুক্রবার প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। অমরনাথ গুহার দিকে কোনও পুণ্যার্থীকে যেতে দেওয়া হচ্ছে না।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মৌসম ভবন জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের নানা প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশের পাশাপাশি, ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং ,কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোছিহার জেলায়। অতিভারী বৃষ্টি হতে পারে গুজরাতের কিছু এলাকায়, সতর্কতা জারি করেছে মৌসম ভবন।