
অপরূপা কাঞ্জিলালঃ আম্বানির ছেলের বিয়েতে জমনগরে হাজির বলিউড-হলিউডের সকল তারকারা! সময় মত পৌঁছে গেলেন মার্ক জুকারবার্গ-ও! আর কে কে এলেন অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে? ফের একবার বিয়ের অনুষ্ঠান ঘিরে আম্বানি পরিবারে খুশির হওয়া। গুজরাটের জামনগরে বিয়ের বাদ্যি। চলেছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিং অনুষ্ঠান। বিয়ের কয়েকমাস বাকি থাকলেও ১লা মার্চ থেকে জামনগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আয়োজন করা হয়েছে চলবে ৩রা মার্চ পর্যন্ত। প্রি-ওয়েডিং সিজনের ধামাকাদার আয়োজন নজর কেড়েছে দেশ-বিদেশের সংবাদমাধ্যমগুলির। কারণ অতিথি তালিকায় রয়েছে তাবড় তাবড় আন্তর্জাতিক তারকারা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের বিয়ের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন বিলিনিয়ার, বড় বড় কোম্পানির সিইও, টেক জায়ান্টরাও। এছাড়াও হাজির থাকবেন বলিউডের বিখ্যাত নানা জগতের আইকনরা।
আর তাই নিমন্ত্রণ রক্ষার্থে বৃহস্পতিবার সাত সকালে জামনগরে পৌঁছে গিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সঙ্গে ছিলেন নীতু কাপুর ও ছোট্ট রাহা! মায়ের কোলে চড়ে বিমানবন্দরে দেখা গেল কাপুর পরিবারের নয়নমণিকে। অন্যদিকে, প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরুর একদিন আগেই জামনগরে পৌঁছে গিয়েছেন সলমন খান। কড়া নিরাপত্তা বেষ্টনীর ঘেরাটোপে বলিউড ভাইজানকে দেখা গেল জামনগরের বিমানবন্দরে। মানুষী চিল্লার, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রারাও আগে-ভাগেই চলে গিয়েছেন। অর্জুন কাপুরও যথা সময়ে পৌঁছে গিয়েছেন বোন জাহ্নবী কাপুরের সঙ্গে। অনিল কাপুরও পৌঁছেছেন মেয়ে সোনম কাপুরকে সঙ্গে নিয়ে। এদিন বিকেলে মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দর থেকে জামনগরের উদ্দেশে রওনা হতে দেখা গেল শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান খান ও সুহানা-কে। সকলেই অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য মোটা টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলেও জানা গেছে।
অন্যদিকে, বিশ্বের অন্যতম বিগ বাজেটের এই প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য রিহানা, অ্যাডাম ব্ল্যাকস্টোন, জে ব্রাউনরা যে যার নিজের টিম নিয়ে জামনগরে এসে পৌঁছেছেন। আর অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের ভেন্যুতে পা রেখেই গুজরাতি খানা-পিনায় মজেছেন পশ্চিমী দুনিয়ার সঙ্গীতশিল্পীরা। কেউ বা আবার লাড্ডুও চেখে দেখলেন। এক কথায় অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। ইতিমধ্যেই অতিথিদের জন্য চার বেলা ভূরিভোজের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই জামনগরে পা রেখেছেন সস্ত্রীক মেটা-র সিইও। একেবারে ক্যাজুয়াল অবতারে জামনগর বিমানবন্দরে ধরা দিলেন মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসচিলা চ্যান। সেখানে সাদা ফুলের মালা পরিয়ে সাদরে বরণ করে নেওয়া হয় তাদের। সেই সাথে মেটা সিইও এবং তার স্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ঐতিহ্যবাহী নৃত্যের আয়োজনও করা হয়েছিল এদিন। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া সার্ভিস ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা হলেন জুকারবার্গ। এর পেরেন্ট কোম্পানি মেটা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। ওই সংস্থার একজিকিউটিভ চেয়ারম্যান, চিফ একজিকিউটিভ অফিসার এবং কন্ট্রোলিং শেয়ারহোল্ডারও তিনি।
সূত্রের খবর, অনন্ত-রাধিকার এই মহাসমারোহে উপস্থিত থাকতে পারেন মর্গ্যান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনি সিইও বব আইগার, ব্ল্যাকরক সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের এবং ইএল রথস্চাইল্ড চেয়ারপার্সন লিন ফরেস্টার ডি রথস্চাইল্ড-সহ বহু সংখ্যক ভিআইপি। বিশেষত, ভারতীয় ব্যবসায়ী, বিনোদন ও ক্রীড়া দুনিয়ার নামী-দামি ব্যক্তিত্বরাও এই মুহূর্তে জামনগরে রাজকীয় প্রাক বিবাহ অনুষ্ঠানের অঙ্গ। জামনগরে এখন যেন জাশন-এ- চাঁদের হাট।