
ওঙ্কার ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের ২০ তারিখ ট্রাম্প শপথ নেবেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জটিল হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এপ্রসঙ্গে ইউনুস বলেছেন, ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে। ট্রাম্প ও মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এনিয়ে বাংলাদেশ সব ধরনের সতর্কতা অবলম্বন করেছে।
নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় অন্তত সাতজন ভারতীয় বংশোদ্ভূত সদস্য থাকতে পারেন। এর জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত হওয়ার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হবে কিনা এনিয়েও চলছে জোর জল্পনা।
এব্যাপারে সাংবাদিকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে প্রশ্ন করলে তিনি জানান, আগামী ২০ জানুয়ারি শপথ নিতে চলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সম্পর্ক ও ট্রাম্প মন্ত্রিসভায় সাতজন ভারতীয় সদস্যের অংশগ্রহণের ফলে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খানিক অবনত হতে পারে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেষপর্যন্ত পরিস্থিতি কোনদিকে গড়ায় তা এখন সময়ের অপেক্ষা। এছাড়া ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের মধ্যে যাঁরা ট্রাম্প মন্ত্রিসভার সদস্য হবেন তাঁদের সকলেই যে ভারতের প্রতি পক্ষপাতিত্ব করবেন, এমনই যে ঘটবে তেমন নাও হতে পারে।
ভিডিও দেখুন-