
সুমন্ত দাশগুপ্ত, ওঙ্কার বাংলাঃ অগাস্টে বঙ্গে সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনটি দলীয় সভা করবেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।
রাজ্যে সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ জেলায় মুখ থুবড়ে পড়েছে ভোট ব্যাঙ্ক। ভাল ফল না হওয়াতে চিন্তার ভাঁজ পদ্মশিবিরে। এদিকে বছর ঘুরলে লোকসভা নির্বাচন। এই আবহে নিজেদের জায়গা ধরে রাখতে অগাস্টেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আগামী কাল অর্থাৎ সোমবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। বৈঠকে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবির কারণ নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি লোকসভা নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরী হবে বৈঠকে। সেখানেই ঠিক হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবে আসবেন বঙ্গে? কোথায় কোথায় সভা করবেন? প্রসঙ্গত, বাংলার ৪২টি আসনের মধ্যে ৩৫টি আসনের টার্গেট দিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে।