
ওঙ্কার বাংলা ডেস্ক: সংসদে মঙ্গলবার কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকরের নাম উচ্চারণকে ফ্যাশন বলে কটাক্ষ করেছিলেন। যার পর শাহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। এবার সেই ইস্যুতে অমিত শাহের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার সংসদের উচ্চ কক্ষে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘এখন এক ফ্যাশন হয়েছে— আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পর বিরোধিতায় নামে হাত শিবির। বুধবার সকালে সংসদের বাইরে কংগ্রেসের সাংসদেরা আম্বেদকরের ছবি হাতে বিক্ষোভ দেখান। এদিন ‘জয় ভীম’ স্লোগান দেন তাঁরা। শুধু তাই নয়, অমিত শাহের পদত্যাগের দাবিও তোলেন তাঁরা।
এবার এই বিষয়ে শাহের পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে নিশানা করলেন মোদী। সমাজমাধ্যমে কংগ্রেসকে আক্রমণ করে একাধিক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘যদি কংগ্রেস এবং তাদের পচে যাওয়া ব্যবস্থা মনে করে যে অসত্য কথা দিয়ে তাদের দীর্ঘ বছরের অক্ষমতা লুকোবে, তা হলে তারা ভুল করছে। বিশেষত, আম্বেদকরকে তারা যা অপমান করেছে, তা ভোলার নয়।’