
ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওতে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। এদিন বৈসরনের ঘটনাস্থলেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
বুধবার নিজের এক্স হ্যান্ডেলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে, পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছি। ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না। এই জঘন্য সন্ত্রাসী হামলার অপরাধীদের রেহাই দেওয়া হবে না।’
লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং কংগ্রেসের জম্মু ও কাশ্মীর ইউনিটের সভাপতি তারিক কররার সঙ্গে সন্ত্রাসী হামলার বিষয়ে কথা বলেছেন। রাহুল গান্ধী বলেন, ‘ভয়াবহ পহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং জম্মু ও কাশ্মীরের কংগ্রেসের সভাপতি তারিক কাররার সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে আপডেট পেয়েছি।’ তিনি আরও বলেন, ভুক্তভোগীদের পরিবার যাতে ন্যায়বিচার পায় তার জন্য পাশে থাকবে কংগ্রেস।
এই হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পেরু সফরে কাটছাঁট করে যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরে আসবেন বলে জানিয়েছেন।