
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ পিওকে ভারতেরই জায়গা, সংসদে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘পাক অধিকৃত কাশ্মীর আমাদের জায়গা৷ জম্মু-কাশ্মীর বিধানসভায় পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন সংরক্ষিত রাখার সিন্ধান্ত নিয়েছি আমরা৷ ওটা আমাদেরই জায়গা৷’
এরপরেই জম্মু-কাশ্মীরের বর্তমান শান্ত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে কাঠগড়ায় তুলে কংগ্রেসকে নিশানা করেন শাহ৷ তাঁর অভিযোগ, ‘আমি এই সভাকক্ষে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলতে চাই, কাশ্মীর বছরের পর বছর ধরে দুর্ভোগ সয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দু’টি মারাত্মক ভুলের জন্য৷’