
নিজস্ব প্রতিনিধিঃ অসুস্থ বিগ বি! তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। আঞ্জিওপ্লাস্টির জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভয়ের কিছু নেই, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে অপারেশন। ভালো আছেন অভিনেতা। ওঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন সেই কথা। লিখেছেন, আমি কৃতজ্ঞ।