
সঞ্জীব গোঁগোঁই, মণিপুরঃ শনিবার রাত থেকে তল্লাশি অভিযান চালিয়ে হিংসা-বিধ্বস্ত মণিপুরে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ১৬টি আগ্নেয়াস্ত্র, ৭০টি গোলাবারুদ এবং ১৬টি বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে, নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, ইম্ফল-পূর্ব, ইম্ফল-পশ্চিম, কাকচিং, থৌবাল, কাংপোকপি এবং বিষ্ণুপুর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। গয়েন্দা সূত্রে খবর মণিপুরে অস্ত্র পাঠাচ্ছে চিন।
তিন মাসেরও বেশি সময় ধরে হিংসার জেরে উত্তপ্ত উত্তর পূর্বের ছোট্ট রাজ্য মণিপুর। জাতিদাঙ্গায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছে সেখানে। থানা থেকে লুট হয়েছে অস্ত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিদিন, ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। দুই গোষ্ঠীর লোকজনই অস্ত্র মজুত রেখেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর। শনিবার রাতে, ইম্ফল-পূর্ব, ইম্ফল-পশ্চিম, কাকচিং, থৌবাল, কাংপোকপি এবং বিষ্ণুপুর এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ।
প্রসঙ্গত, কয়েকদিন আগেও বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছিল। কোথা থেকে এত অস্ত্র ঢুকছে মণিপুরে? গোয়েন্দা সূত্রে খবর, মায়ানমার হয়ে চিনা অস্ত্র আসছে মণিপুরে। গোটা বিষয়ের ওপর নজরে রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।