
ওঙ্কার ডেস্ক : হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছিল। একই সঙ্গে, তাঁর এজলাসের পুলিশি মামলার বিচার্য বিষয় সরানোর আবেদনও জানানো হয়েছিল। সোমবার এই সংক্রান্ত মামলার জরুরী ভিত্তিতে শুনানির আর্জি গ্রহণ করল না হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, প্রধান বিচারপতির প্রশাসনিক ক্ষমতাবলে এক্তিয়ার রয়েছে কোন মামলা কোন বিচারপতি শুনবেন, তার সিদ্ধান্ত নেওয়ার। তাই এদিন ডিভিশন বেঞ্চ বিচারপতি সিনহার এজলাস থেকে পুলিশি মামলা সরানোর আর্জি ফিরিয়ে জানিয়ে দিয়েছে, নিয়ম মতো মামলা তালিকাভুক্ত হলে বিবেচনা করে দেখা হবে। প্রশাসনিক সিদ্ধান্ত মেনে এখন থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শুনবেন বিচারপতি অমৃতা সিনহা।