
ওঙ্কার বাংলা ডেস্ক: অমৃতসর স্বর্ণমন্দির চত্বরে চলল গুলি। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্বর্ণমন্দির চত্বরে। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন সুখবীর সিংহ বাদল। তাঁর গায়ে গুলি লাগেনি বলে জানা গিয়েছে।
বুধবার সকালে পঞ্জাবের অমৃতসর স্বর্ণমন্দিরের প্রবেশপথের ঠিক সামনেই গুলি চলে। গুলি চালনার ঘটনার পর উপস্থিত লোকজন তড়িঘড়ি বন্দুকবাজ যুবককে পাকড়াও করে। অকালি দলের প্রধানকে লক্ষ্য করে গুলি চালানো হলেও অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। বন্দুকবাজকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলা তা জানা যায়নি। তদন্তকারীরা ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন। তার বন্দুকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নারায়ণ সিংহ চৌরা। পঞ্জাবের গুরুদাসপুর জেলার বাসিন্দা সে। অমৃতসর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে তার বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে স্বর্ণমন্দিরে ঢুকছিলেন সুখবীর। সেই সময় আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় ওই যুবক।