
নিজেস্ব প্রতিনিধিঃ কংগ্রেস সংসদ রাহুল গান্ধির ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ রবিবার অসমে প্রবেশ করেছে। তারই মাঝে শিবসাগরে বিক্ষোভ অবস্থান শুরু করেছে প্রাক্তন যুব কংগ্রেস সর্ব ভারতীয় নেত্রী অঙ্কিতা দত্ত।
উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় নেত্রীর বলেন, ভারত জোড় যাত্রা সময় যুব কংগ্রেস সর্ব ভারতীয় সভাপতি শ্রীনিবাস বিভি তার সঙ্গে অশ্লীল আচারণ করেছিলেন, তাঁকে হয়রানি এবং হেনস্তা করেছইলেন। তিনি তার প্রতিবাদ করেন। অঙ্কিতা আরও বলেন, ” কিন্তু আমাকে দল থেকে বহিষ্কার করা হয়, কারণ আমি একজন মহিলা হিসাবে হেনস্তাকারির বিরুদ্ধে বিচার চেয়েছিলাম”।
অঙ্কিতার দাবি রাহুল জি অসমে এসেছেন, তার বিশ্বাস, “রাহুল গান্ধি আমার এবং মহিলাদের প্রতি ‘ন্যায়’ বিচার করবেন।” অবস্থান বিক্ষোভে অঙ্কিতা একা নন, তাঁর সঙ্গে রয়েছেন কয়েকশ কংগ্রেস কর্মী।