
স্পোর্টস ডেস্ক :চলে গেলেন অংশুমান গায়কোয়াড়। ক্যান্সারের কাছে হার মানলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। নিজের শহর বরোদাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মাস খানেক আগেই দেশে ফিরিয়ে আনা হয়। বুধবার রাতে চিকিৎসকদের যাবতীয় চেষ্টা বৃথা গেল। প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ।১৯৭৪ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় গায়কোয়াড়ের। একই বছর লর্ডসে একদিনের ক্রিকেটে হাতেখড়ি হয় তাঁর। দেশের হয়ে ৪০টি টেস্ট এবং ১৫টি একদিনের ম্যাচ খেলেন তিনি। ভারতীয় দলের কোচও হন গায়কোয়াড়। তখন ম্যাচ গড়াপেটার অভিযোগে উত্তাল ভারতীয় ক্রিকেট। ভারতীয় দলের অধিনায়ক তখন আজহারউদ্দিন। বিতর্কিত সময় ঠান্ডা মাথায় কোচের দায়িত্ব পালন করেন।তাঁর প্রয়াণে শোকাহত ক্রিকেট মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকপ্রকাশ করেছেন। ‘এক্স’ হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ক্রিকেটে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন শ্রী অংশুমান গায়কোয়াড়জি। তিনি একজন প্রতিভাবান ক্রিকেটার ও অসাধারণ কোচ ছিলেন। তাঁর প্রয়াণে আমি শোকাহত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’ গায়কোয়াড়ের সতীর্থ, তাঁর কোচিংয়ে খেলা ক্রিকেটাররাও শোকপ্রকাশ করছেন। বিসিসিআই-এর পক্ষ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে।সচিব জয় শাহ। তিনি ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘অংশুমান গায়কোয়াড়ের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাঁর প্রয়াণে ক্রিকেট মহলের হৃদয় ভেঙে গিয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’