
স্পোর্টস ডেস্ক :বিরাট কোহলি আর অনিল কুম্বলে মানেই বিতর্ক। কোচ কুম্বলে ভারতীয় দলের কোচের পদ থেকে সরতে বাধ্য হন অধিনায়ক কোহলির আপত্তিতে। আর কোহলি অফ ফর্ম যেতেই তার সমালোচনায় কুম্বলে। এদিন কুম্বলে বিরাটের ১ রানে আউট হতেই বলেন,অনুশীলন আর অনুশীলন। এটাই একজন ব্যাটারকে পারফেক্ট করে। একটা বা দুটো ইনিংসে এটা হতেই পারে। কিন্তু বারেবারে হতে থাকলে চিন্তার। বিরাট যদি ঘরোয়া ক্রিকেট খেলত, তাহলে হয়ত এই সমস্যা হত না। তবে এই বিষয়ে আমি বলার কেউ নই। টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে।’ কুম্বলে আরও বলেছেন, ‘বিরাট যখন উইকেটে এসেছিল, তখন স্পিনাররা ভেলকি দেখাচ্ছে। কিন্তু বিরাটের মাইন্ডসেটে সমস্যা ছিল বলেই আমার মনে হয়। তাই ওভাবে আউট হয়েছে। গিলের ক্ষেত্রেও একই কথা বলব। তাই আমার মতে, সুযোগ পেলেই আন্তর্জাতিক তারকারা ঘরোয়া ক্রিকেট খেলুক। নাহলে সমস্যা বাড়বে।’।বিরাট বহুদিন রানে নেই।