
স্পোর্টস ডেস্ক : এবারে আইপিএল শুরুর আগে বেশ চাপে কলকাতা নাইট রাইডার্স। গতবারের মত আর মিচেল স্টার্ক নেই বোলিংয়ে অনেকটা দায়িত্ব সামলাতে হবে দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরখিয়াকে। তবে সমস্যা অন্য জায়গায় গত বছর টি২০ বিশ্বকাপ হয় জুন মাসে আর তারপর চোটের জন্য মাঠে নামতে পারেননি এই জোরে বোলার। তবে ২০১৯ সালের পরে আবার কেকেআর দলে এই প্রোটিয়া পেসার এদিন নরখিয়া বললেন, ‘কেকেআর প্রথমে আমার পাশে দাঁড়িয়েছিল। কলকাতায় এসে দারুণ লাগছে। শুরু করার দিকে তাকিয়ে। দুর্দান্ত জায়গা। কেকেআর সমর্থকরা অসাধারণ। ইডেন আমার প্রিয় মাঠ। সমর্থকদের আশীর্বাদ নিয়ে মাঠে নামবো। আমি নামতে মুখিয়ে আছি। দলকে জেতাতে চাই।’