
স্পোর্টস ডেস্ক :নিয়ম অনুযায়ী, খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, কর্তা বা কর্মী ছাড়া কেউ অলিম্পিক্স গেমস ভিলেজে প্রবেশ করতে পারেন না। কিন্তু কুস্তিগীর অন্তিম পাংহালের অ্যাক্রিডিয়েশন কার্ড নিয়ে নিরাপত্তারক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে গেমস ভিলেজে অনুপ্রবেশের চেষ্টা করেন তাঁর বোন নিশা পাংহাল। তাঁর এই অপচেষ্টা সফল হয়নি। নিশাকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। অলিম্পিক্সের নিয়ম লঙ্ঘন করায় অন্তিমের বোনকে আটকও করে প্যারিসের পুলিশ। পরে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তাদের হস্তক্ষেপে নিশাকে ছেড়ে দেয় পুলিশ। তবে অন্তিমের অ্যাক্রিডিয়েশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। তাঁকে ভাই, বোন ও কোচের সঙ্গে প্যারিস ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। বোনের এই কাণ্ডের জন্য গেমস ভিলেজ তো বটেই, প্যারিস থেকেই বিতাড়িত হতে হল অন্তিমকে। এই ঘটনায় লজ্জায় পড়েছে ভারতীয় শিবির। অন্তিম পঙ্ঘলও হেরে যান প্রথম রাউন্ডেই। তবে কুস্তির যা নিয়ম তাতে তাঁর ব্রোঞ্জ জেতার আশা ছিল । রিপেচেজ রাউন্ডে যেতে প্রার্থনা করতে হবে প্রি কোয়ার্টারে অন্তিমকে হারানো কুস্তিগীর যেন ফাইনালে যান।মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫৩ কেজি বিভাগে অন্তিম নেমেছিলেন তুরস্কের জেইনেপ ইয়েতগিলের বিরুদ্ধে। ১৯ বছরের অন্তিম পরাস্ত হন প্রথম রাউন্ডেই। টেকনিক্যাল সুপিরিয়রিটিতে ১০-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন তুরস্কের কুস্তিগীর।অন্তিম প্রাক্তন জুনিয়র চ্যাম্পিয়ন।