
স্পোর্টস ডেস্ক :বাগানের জাল থেকে অন্যতম সেরা ডিফেন্ডারকে ছিনিয়ে নিয়ে ফাঁপড়েই পড়ল ইস্টবেঙ্গল। শাস্তির কথা জানার পর তাই ডিফেন্সিভ মোডেই থাকতে চান লাল হলুদ কর্তারা। আনোয়ার আলি, পাঁচবছরের জন্য চুক্তিবদ্ধ। চার মাস নির্বাসিত থাকলেও তাই অনেকদিনই তাঁর সার্ভিস পাবে ইস্টবেঙ্গল, এটাই সান্ত্বনা। আর বড় অঙ্কের জরিমানার জন্য আইনি পরামর্শ নিয়েই এগোতে চাইছে ইস্টবেঙ্গল। লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির আর্থিক জরিমানা করার ক্ষমতা আছে কিনা আমাদের জানা নেই। এটা শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত নেওয়ার কথা। আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলছি, আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আবেদন করব।’ আর আনোয়ারকে নিয়ে তিনি জানান, ‘আনোয়ার কে সই করিয়েছি তো পাঁচ বছরের জন্য, ও তো আর অন্য জায়গায় যাচ্ছে না, আমরা আপাতত ধীরে চলো নীতি নিয়েছি।’