
স্পোর্টস ডেস্ক : ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলিকে সই করালো ইস্টবেঙ্গল। ৫ বছরের জন্য ইস্টবেঙ্গলে এলেন আনোয়ার। ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী গোষ্ঠীর প্রধান আদিত্য আগরওয়াল বললেন,’আনোয়ার দেশের অন্যতম সেরা ডিফেন্ডার এবং জাতীয় দলের নিয়মিত স্টার্টার।
আশা করছি ও আসায় আমাদের দলের লাভ হবে ।”
ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত বললেন “আনোয়ারের মাধ্যমে আমরা আরও একজন জাতীয়
দলের খেলোয়াড় পেলাম।যারা আমাদেরকে উচ্চ স্তরে অত্যন্ত প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং গুণমান এবং শারীরিকতা প্রদান করবে
আগামী কয়েক বছরের জন্য আমরা যে স্কোয়াড তৈরি করার চেষ্টা করছি।’উচ্ছসিত আনোয়ার বললেন,আনোয়ার বললেন,”লাল-হলুদ জার্সি পরতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত। কলকাতা বিমানবন্দরে যে অভ্যর্থনা পেয়েছি তাতে আমি অভিভূত। ভক্ত-অনুরাগীরা ইতিমধ্যেই আমার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে ফুটবল জীবনের সেরা বছর কাটাতে চাই। মাঠে নেমে ক্লাবের ভক্ত-অনুরাগীদের খুশি করতে চাই। জয় ইস্টবেঙ্গল। প্রচুর ট্রফি জিততে চাই। মোহনবাগানের সঙ্গে এখানে অনেক পার্থক্য। ২ দিনে এতো ভালোবাসা পাব ভাবিনি।”এদিন ইস্টবেঙ্গল স্পোর্টস ডেতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রতেও আসেন আনোয়ার। সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। ডুরান্ড কাপ ডার্বিতেও মাঠে নামবেন এই ডিফেন্ডার।