
স্পোর্টস ডেস্ক :–জট কাটছে না আনোয়ার আলি বিতর্কের। নিজের ভবিষ্যত নিয়ে চিন্তিত আনোয়ার এবারে যাচ্ছেন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। একইসঙ্গে মোহনবাগান সুপার জায়ান্ট আইনজীবিরাও ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন এই বিষয়ে। দিল্লি এফসির ফুটবলার হলেও লোনে মোহনবাগানের সঙ্গে ৫ বছরের চুক্তি আছে দেশের এই মুহূর্তে অন্যতম সেরা এই ডিফেন্ডারের। এই অবস্থায় তিনি ইস্টবেঙ্গলে সইও করেছেন। শোনা যাচ্ছে নির্বাসন থেকে আর্থিক জরিমানা হওয়ার সম্ভবনা আছে আনোয়ারের। যদিও সবটাই কয়েকদিনের মধ্যে পরিষ্কার হবে।এদিকে ১৯ জুলাই আনোয়ার আলিকে অনুশীলনে ডেকেছে মোহনবাগান। ২৯ জুলাই থেকে মোহনবাগানের মূল দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। তার ঠিক ১০ দিন আগে আনোয়ারকে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। যদি না আসেন জরিমানা হবে তার।ফিফার আইনের ১.৩(বি) ধারায় বলা হয়েছে, ‘ফিফার সমস্ত সদস্য দেশকে ঘরোয়া টুর্নামেন্টে দেশীয় ফুটবলারদের লোন সংক্রান্ত নিয়ম বদল করতে বলা হচ্ছে। ১ জুলাই ২০২২ থেকে ৩ বছরের সময় দেওয়া হচ্ছে।’ এআইএফএফ জানিয়েছে, পরবর্তী ট্রান্সফার উইন্ডো থেকে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ আনোয়ারকে ইস্টবেঙ্গলে খেলতে হলে মোহনবাগান সুপার জায়েন্টের কাছ থেকে ছাড়পত্র নিয়ে আসতে হবে।