
স্পোর্টস ডেস্ক : অবসর নিলেন ডি মারিয়া। কাতার বিশ্বকাপরে ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জয়সূচক গোলটি করেছিলেন তিনি। ম্যাচের পুরোট ১২০ মিনিট মাঠে দাপিয়ে বেড়িয়েছেন মারিয়া। শুধু তাই নয়, আর্জেন্টিনার সর্বশেষ তিনি আন্তর্জাতিক ময়দানে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল তিনি চোটের না খেলায় আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারেনি বলে মনে করেন অনেকে।
এদিন ডি মারিয়া সোশ্যাল সাইটে লেখেন, “আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট হবে কোপা আমেরিকা। বুকে পাথর চেপে অত্যন্ত কষ্টের সঙ্গে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব যার জন্য এত কষ্ট করেছি, এত ঘাম ঝরিয়েছি, পরিশ্রম করেছি। আমি ফুটবল নিয়ে গর্ব করি। এটা আমার কাছে ভালোবাসা।” ২০০৮ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিযান শুরু। এরপর আলবিসেলেস্তেদের হয়ে ১৩২ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি।