
অমিত কুমার দাস, কলকাতাঃ আড়িয়াদহে মহিলা-র ওপর অত্যাচারের ছবি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করায় অভিযুক্ত পৃথ্বীরাজ মুখোপাধ্যায় ও শুভম মণ্ডলকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। তাদেরকে বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছিল বেলঘরিয়া থানার পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন।বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, এই ধরনের ভিডিয়ো শেয়ার করেন কেন, এভাবেই তো হিংসা ছড়ায়। তবে তাঁর নির্দেশ, আপাতত আদালতের নির্দেশ ছাড়া গ্রেফতার মতো কোন কড়া পদক্ষেপ নেবে না পুলিশ। তবে আবেদনকারীকে পুলিশের তদন্তে সহযোগিতা করতে হবে। ইতিমধ্যেই ৪ সপ্তাহে পর হলফনামা জমা দেবে রাজ্য। সঙ্গে তদন্তে অগ্রগতির রিপোর্ট।