
স্পোর্টস ডেস্ক ——অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও অল্পের জন্য পদক পেলেন না অর্জুন বাবুতা। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হলেন এই শ্যুটার। ২০৮.৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলেন অর্জুন। তিনি একসময় দ্বিতীয় স্থানে ছিলেন। চিনের শ্যুটার শ্যেং লিহাওয়ের সঙ্গে অর্জুনের লড়াই চলছিল। কিন্তু শেষদিকে চাপের মুখে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেননি অর্জুন। এর ফলেই তাঁকে পদক হারাতে হল। ২৩০.০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতলেন ক্রোয়েশিয়ার মিরান মারিসিচ। ২৫১.৪ পয়েন্ট নিয়ে রুপো জিতলেন সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন। সোনা জিতলেন চিনের বিশ্ব চ্যাম্পিয়ন লিহাও। তাঁর পয়েন্ট ২৫২.২।পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশনে সপ্তম স্থানে থেকে ফাইনাল রাউন্ডের যোগ্যতা অর্জন করেন অর্জুন। তিনি মোট ৬০টি শটে ৬৩০.১ পয়েন্ট নেন। ফাইনালে আরও ভালো পারফরম্যান্স দেখালেন অর্জুন। তিনি পদকের আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু পদক জেতার খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হল এই শ্যুটারকে।