
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ যাদবকে খুনের দু’দিন পর নৈহাটিতে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অক্ষয় গণ। প্রসঙ্গত, শনিবারই ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন অজয় ঠাকুর। অজয় দায়িত্ব নেওয়ার পর তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে এটি প্রথম গ্রেফতারি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবারই ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অজয় ঠাকুর। ওই দিন রাতেই নৈহাটি থানায় যান তিনি। সেখানে গিয়ে আধিকারিকদের কাছে কৈফিয়ত চান, খুনের ঘটনায় কেউ কেন গ্রেফতার হয়নি। কমিশনার জবাব চাওয়ার পর তৎপরতা বাড়ায় পুলিশ। খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাতেই একজনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, নৈহাটির গৌরীপুর এলাকায় শুক্রবার দুপুরে গুলি চালনার ঘটনা ঘটে। সেই ঘটনায় গুলিবিদ্ধ হন ৩৫ বছরের সন্তোষ যাদব। টোটো নিয়ে যাওয়ার সময় তাঁর উপর এই হামলার ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, সন্তোষ তাদের সক্রিয় কর্মী। খুনের পর উত্তেজনা ছড়ায় নৈহাটির গৌরীপুর এলাকায়। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ করেন, বিজেপি নেতা অর্জুন সিং এর ঘনিষ্ঠদের হাত রয়েছে এই খুনের পিছনে।